Ads Header

22 August 2015

ইজিনেট

জিপি ইজিনেট-এ স্বাগতম

জিপি ইজিনেট হলো ইন্টারনেট-এ আপনার প্রবেশের একটি মাধ্যম এবং এটি সম্পূর্ণ ফ্রি! ভিডিও এর মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে জানুন, ব্যবহার করুন ফেসবুক ও উইকিপিডিয়া’র মতো ফ্রি সাইট এবং আপনার পছন্দমতো ডাটা প্যাক ক্রয় করুন। উপভোগ করুন, অনুসন্ধান করুন এবং ইন্টারনেটের সুফল ভোগ করুন!

জিপি ইজিনেট কি?

জিপি ইজিনেট হলো গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য একটি মাইক্রোসাইট। এখানে ব্যবহারকারীগণ ইন্টারনেট সম্পর্কে জানতে পারেন, ফ্রি সাইটগুলো দেখতে পারেন এবং ডাটা প্যাক ও কনটেন্ট ক্রয় করতে পারেন।

কিভাবে আমি এর সুফল পেতে পারি?

*5000*55# ডায়াল করলে ফিরতি এসএমএস-এ আপনি ওয়েবসাইটের লিংক পাবেন। লিংকটি ক্লিক করলেই ইজিনেট পেইজটিতে ভিজিট করতে পারবেন। ইউএসএসডি ডায়াল এবং ফিরতি এসএমএস-এর জন্য কোনো চার্জ হবে না।

মূল্য কতো?

ওয়েবসাইট ব্রাউজ করা সম্পূর্ণ ফ্রি। যদি গ্রাহক কোনো ডাটা প্যাক বা কনটেন্ট ক্রয় করেন তবে চার্জ করা হবে।

এই সার্ভিস পেতে কি আমাকে কোনো ডাটা প্যাক নিতে হবে? এই সার্ভিস পেতে কোনো ডাটা প্যাক-এর প্রয়োজন নেই।

শর্তাবলীঃ

সকল গ্রামীণফোন গ্রাহকের জন্য জিপি ইজিনেট পেইজটি ফ্রি। এই পেইজে ব্রাউজ করলে কোনো চার্জ করা হবে না
গ্রাহকগণ *5000*55# ডায়াল করলে ফিরতি এসএমএস-এ ওয়েবসাইটের লিংক পাবেন
এই পেইজটি ভিজিট করার জন্য গ্রাহকগণের ইন্টারনেট ডাটা প্যাক থাকার প্রয়োজন নেই। এই পেইজ থেকে ডাটা প্যাক কেনা যাবে
এই পেইজের বাইরে ব্রাউজ করলে গ্রাহকগণের নির্দিষ্ট ডাটা প্যাক (যদি থাকে) থেকে চার্জ করা হবে অথবা ‘পে এ্যাজ ইউ গো’ রেটে চার্জ প্রযোজ্য হবে
এই পেইজটি ইন্টারনেট ব্যবহারযোগ্য যেকোনো স্মার্টফোন এবং ফিচার ফোন থেকে ব্যবহার করা যাবে
গ্রাহকগণ যদি ডাটা প্যাক বা পেইড কনটেন্ট ক্রয় করতে চান তবে উল্লেখিত মূল্য চার্জ করা হবে। ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
ইজিনেট পেইজ -এর বাইরে অন্য কোনো লিংক অথবা অন্য পেইজ এবং সার্ভিস ব্যবহার করলে চার্জ প্রযোজ্য হতে পারে
3G কাভারেজ-এর অধীনে থাকা গ্রাহকগণ এই পেইজে ব্রাউজ করার সময় সর্বোচ্চ 1Mbps স্পীড পাবেন। 3G কাভারেজ-এর বাইরে থাকা গ্রাহকগণ 2G স্পীড-এর সর্বোচ্চ পাবেন। সর্বোচ্চ গড় স্পীড বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল, যেমন: ব্যবহৃত হ্যান্ডসেট, ভিজিটকৃত ওয়েবসাইট এবং বিটিএস থেকে দূরত্ব ইত্যাদি

0 comments:

Post a Comment